Description
সারা বিশ্বে ডিজিটাল মার্কেটিং এর বিশাল চাহিদা দেখে Global SEO Zone বাংলাদেশে সর্বপ্রথম নিয়ে এলো Professional Digital Marketing কোর্স One to One Mentorship এর সুবিধা। যেখানে আপনি চাইলে এই কোর্সে ভর্তি হয়ে একদম একা অনলাইনে সরাসরি আপনার Expert Mentor এর সাথে ক্লাস করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন।
বাংলাদেশে সমস্ত ইন্টিটিউশন গুলো কোচিং এর মত করে একই কোর্সে অনেক ছাত্র/ছাত্রী ভর্তি করে কোর্স গুলো পরিচালনা করে থাকেন। যেসব কোর্স গুলোতে ২০ জন থেকে শুরু করে ১০০ জনের উপরেও ছাত্র/ছাত্রী একসাথে কোর্স করে থাকেন।
কোচিং সিস্টেমের কোর্সগুলোর অসুবিধা –
১. ঐ কোর্সগুলোতে অনেক ছাত্র/ছাত্রী একসাথে হওয়ায় একজন মেন্টরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, অনেক প্রশ্ন একসাথে হওয়াতে মেন্টর কোর্সটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বাধাগ্রস্থ হয়ে থাকে, অনেক প্রশ্ন চলতে থাকাতে শিক্ষার্থীরাও বিরক্ত বোধ করে ফলে এসব সমস্যা এরিয়ে যেতে একজন মেন্টরকে প্রশিক্ষণ চলাকালীন মিউট করে রাখতে হয়, তাতে করে শিক্ষা চলাকালীন কোন শিক্ষার্থীর প্রশ্ন থাকলেও তা করতে না পারাতে বা অনেক শিক্ষার্থী হওয়ায় প্রশ্নের উত্তর সংক্ষেপ করাতে একজন শিক্ষার্থী তার মনের মত করে শিখতে পারে না, ফলে বেশিরভাগ শিক্ষার্থী তাদের পুরো আগ্রহ নিয়ে পুরো কোর্সটি সম্পন্ন করলেও সেই কোর্স থেকে বেসিক কিছু মাত্র শিখতে পারে যার দরুন অনেক শিক্ষার্থী পুরো কোর্স করেও একজন দক্ষ ডিজিটাল মার্কেটার বা ফ্রীলান্সার হতে পারে না ফলে পুরো কোর্স শেষে শিক্ষার্থী মার্কেটপ্লেসে কাজ করতে পারে না ও আগ্রহ হারিয়ে ফেলে।
২. একসাথে অনেকে ক্লাসে যুক্ত হওয়ায় একজন মেন্টরের পক্ষে সকলের বাড়ির কাজ বা শিক্ষার্থীদের প্রাকটিস্ গুলো দেখে তাদের ভুল ধরিয়ে দিয়ে সংশোধন করানো সম্ভব হয় না ফলে একজন শিক্ষার্থী সঠিক মূল্যায়নে তার কাজ শিখতে না পেরে আগ্রহ হারিয়ে ফেলে ও দক্ষ ডিজিটাল মার্কেটার হতে পারে না।
৩. একজন শিক্ষার্থীর প্রাকটিস্ এর সময় তার কাজ ভালভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই মেন্টরের সাহায্য প্রয়োজন হয়, না হলে শিক্ষার্থীর কাজে বাধাগ্রস্থ হওয়ায় শিক্ষার্থী তার কাজ এগিয়ে নিয়ে শেষ করতে পারে না ফলে তার বাড়ীর কাজ থেমে যায় ও সে দিন দিন পিছিয়ে যেতে থাকে এবং ততোদিনে কোর্স ও শেষ হয়ে যায় কিন্তু শিক্ষার্থ অদক্ষ রয়ে যায়।
৪. সবচেয়ে প্রধান ও বড় সমস্যা হল, একজন Expert Mentor যতটুকু কাজ জানে কোচিং সিস্টেমে তার ছাত্র/ছাত্রীদের তার ১০% ও শিখাতে পারে না, বেসিক শিখিয়ে কোর্স শেষ করে দেয় যা একজন শিক্ষার্থীর কাছে মনে হয় সে অনেক কিছু শিখে ফেলেছে মার্কেটপ্লেসে কাজ করার জন্য প্রস্তুত হয়েছে কিন্তু মার্কেট প্লেসে কাজের সময় সেই শিক্ষার্থী বুঝতে পারে সে যা কাজ শিখে এসেছে তা বেসিক মাত্র ঐ কাজ দিয়ে সে মার্কেটপ্লেসে কাজের জন্য যোগ্য হয়ে উঠতে পারে নাই।
কেন মেন্টর পুরোপুরি শিখাতে ব্যর্থ?
কারণ একজন মেন্টর ঠিকই অনেক জানে ও মার্কটপ্লেসে কাজ করছে কিন্তু প্রতিটা ইনস্টিটিউশনের একটা নিদ্দির্ষ্ট সিস্টেম থাকে যা মেন্টরকে ফলো করতে হয়। যেমন কত ঘন্টার মধ্যে, সপ্তাহে কতটা ক্লাস নিয়ে, কয় মাসে কোর্স শেষ করতে হবে তার ইনস্ট্রাকশন ইনস্টিটিউশন থেকে মেন্টরকে দেওয়া থাকে যার দরুন একজন মেন্টর তার কোর্স মডিউল সময় মত শেষ করার জন্য ডিজিটাল মার্কেটিং এর প্রতি বিষয় নিয়ে বেসিক কোর্স মডিউল সাজিয়ে থাকে যাতে তার শিখানোর সময় ঠিক রাখতে পারে ও ইনস্টিটিউশনের নিয়ম ফলো করতে পারে।
One to One Mentorship এর সুবিধা
১. One to one mentorship হল private tuition. এখানে আপনি এবং মেন্টর, মাঝখানে আর কেউ নেই। তাই মেন্টর যতটুকু কাজ জানে তা তার শিক্ষার্থীকে শিখাতে পারছে এবং একজন শিক্ষার্থীও তার নিজের মত করে মেন্টরকে প্রশ্ন করতে পারছে ও শিখতে পারছে।
২. কোর্স চলাকালীন শিক্ষার্থী যেখানেই না বুঝবে সাথে সাথে প্রশ্ন করতে পারবে।
৩. এখানে মেন্টর তার মনের মত করে একজন শিক্ষার্থীকে তার নিজের মত করে গড়ে তুলতে পারে।
৪. এটা কোন ইনস্টিটিউশনের ধরাবাধা নিয়মে চলে না বলে এখানে কোন সময়ের বেরিয়ার নেই বললেই চলে কারণ একজন শিক্ষার্থী যতসময় না বুঝবে মেন্টর তাকে সময়ের দিকে না তাকিয়ে শিখিয়ে যেতে পারবে, এমনকি শিক্ষার্থী তার বাসার প্র্যাকটিস্ এর সময় সাহায্যের জন্য মেন্টরকে ফোন করে সাহায্য নিতে পারবে ফলে প্রাকটিস্ এর সময়েও একজন শিক্ষার্থী বাধাগ্রস্থ না হয়ে সামনে এগিয়ে যেতে পারবে।
৫. এখানে ৬০ ঘন্টা, ২ মাসের কোর্সের কথা বলা হলেও আসলে একজন শিক্ষার্থী যত সময় লাগবে, ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ শিখতে, সময় বাড়িয়ে হলেও সেই শিক্ষার্থীকে কোর্স করানো হবে। যেখানে শিক্ষার্থীকে ডিজিটাল মার্কেটিং এর স্পেশাল Tips and Tricks শিখানো হবে।
৬. মেন্টর প্রতিদিনের বাসার পড়া চেকআপ করায় শিক্ষার্থীর ভুল ধরিয়ে দিতে পারবে এবং সংশোধন করে দিতে পারবে ফলে শিক্ষার্থীর পরবর্তী বাড়ির কাজ করার আগ্রহ বেড়ে যাবে ও আরো বেশি শিখতে পারে।
৭. On to on mentorship এক ধরনে হাতে কলমে শিখানোর মত যেখানে মেন্টর, একজন মাত্র শিক্ষার্থী থাকায় তার নিজের মত করে শিক্ষার্থীকে গড়ে তুলতে পারবে, তবে এখানে শিক্ষার্থীর আগ্রহ ও চেষ্টার উপর অনেক কিছু নির্ভর করবে।
যারা কোচিং এর মত করে গ্রুপে কোন মেন্টরের কাছে শিখে তারা অনেকেই মনে মনে চায় সেই মেন্টর যদি তার সব প্রশ্নের উত্তর দিত, খোলা মেলা প্রশ্ন করতে পারতাম, মেন্টর যদি ব্যক্তিগত সময় দিত বা মেন্টরের কাছে ব্যক্তিগত ভাবে শিখতে পারতাম তাহলে হয়ত আমি আরো ভালো করে শিখতে পারতাম ও দক্ষ হয়ে উঠতে পারতাম।
এসব ব্যক্তিদের কথা বিবেচনা করে Global SEO Zone নিয়ে আসল On to one mentorship on Professional Digital Marketing. এখানে আপনি ব্যক্তিগত একজন এক্সপার্ট মেন্টর রেখে প্রশ্ন করে Professional Digital Marketing শিখতে পারবেন ও দক্ষ হয়ে মার্কেটপ্লেস ও অন্যান্য জায়গায় কাজ করে সাবলম্বী হতে পারবেন।
Professional Digital Marketing (One to One mentorship)
বর্তমান বিশ্বে কোন ব্যবসাই ডিজিটাল মার্কেটিং ছাড়া সম্ভব নয়। প্রতিটা ব্যবসার উন্নতির পিছনে ডিজিটাল মার্কেটিং এর হাত রয়েছে। তাই ব্যবসায় উন্নতি বা বৃদ্ধি করতে হলে ডিজিটাল মার্কেটিং এর কোন বিকল্প নেই।
ডিজিটাল মার্কেটিং ও অনলাইন মার্কেটিং নামেও পরিচিত। ডিজিটাল মার্কেটিং একটি ব্যবসা বা ব্রান্ডের জ্ঞানকে বৃদ্ধি করতে সহায়তা দিয়ে থাকে। তাই আপনার ব্যবসা বিশ্বের কাছে পরিচিতি লাভ করাতে ডিজিটাল মার্কেটিং শেখা জরুরি।
আপনি এই ডিজিটাল মার্কেটিং কোর্সের পাশাপাশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করা শিখতে পারবেন। এই কোর্সটি আপনাকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে সহায়তা করবে এবং পাশাপাশি আপনাকে প্রফেশনাল চাকরীর জন্যও দক্ষ করে তুলবে।
ডিজিটাল মার্কেটিং কোর্সটি মূলত কাদের জন্য ? – এই কোর্সটি মূলত যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা ঘরে বসে চাকরি বা পড়াশুনার পাশাপাশি ডিজিটাল মার্কেটার হিসেবে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য। আবার যারা নিজের ব্যবসা কোন ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটার ছাড়া নিজেই পরিচালনা ও বৃদ্ধি করতে চান তাদের জন্য এই কোর্সটি খুবই প্রয়োজনীয়।
বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের ডিমান্ড সবচেয়ে বেশি সফল উদ্যোক্তা, ব্যবসা, চাকরি বা ফ্রিল্যান্সিং এর জন্য। অনলাইনে কোন ব্যবসা বা ব্রান্ড প্রতিষ্ঠা করতে বা নিজের ব্যবসার সেল বাড়াতে ডিজিটাল মার্কেটিং এর কোন বিকল্প নেই। ডিজিটাল মার্কেটিং আপনাকে Organic এবং Paid promotion করে কিভাবে Traffic আপনার সাইটে পাঠাবেন এবং সেল বাড়াবেন তার পূর্ণ ধারণা দিবে।
একজন দক্ষ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটার এর পরিস্কার ডিজিটাল মার্কেটিং এর জ্ঞান থাকা আবশ্যক। বর্তমানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান দক্ষ ডিজিটাল মার্কেটার তাদের ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য নিয়োগ করতে চায় যা আপনি যেকোন চাকরীর মার্কেট প্লেস সার্চ করলেই বুঝতে পারবেন। আপনি একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হতে পারলে ফুলটাইম চাকরি করে নিজের ক্যারিয়ার দাড় করাতে পারবেন।
Professional Digital Marketing এই কোর্সটিতে আপনি শিখতে পারবেন ফেইসবুক ও ইন্সটাগ্রাম মার্কেটিং কিভাবে করতে হয়, একটি বিজনেসের সেল কিভাবে বাড়াতে হয়, অনলাইনে সম্পূর্ন নতুন একটি বিজনেসকে কিভাবে ব্র্যান্ডিং করতে হয়, সহজে ছবি বা ভিডিও এডিটিং করা, Facebook এবং গুগল Paid boosting, ইমেইল মার্কেটিং ও আরো অনেক কিছু। ডিজিটাল মার্কেটিং এর এসব কলাকৌশল শিখে আপনি খুব সহজে আপনার ব্যবসা, চাকরি বা ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ারে ভালভাবে প্রয়োগ করে নিজেকে উন্নত করতে পারবেন।
যে সব Software/Tools নিয়ে কাজ শিখবেন।
- Facebook Business Suit
- Facebook Creator Studio
- Facebook Business Manager
- Facebook Hand
- RiteTag, Pinterest Save Button
- Meta Pixel Helper
- Canva
- Grammarly
- Lightshot Screenshot
- Google Keyword Planner For Google Ads.
- SEMRUSH/ AHRFs / other Tools For SEO
- Tubebuddy, VidIQ For Youtube Marketing
- MailChimp, Email Extractors, Email Verifier for Email Marketing
- অন্যান্য আরো…
কোর্সটি করতে যা প্রয়োজন
- ইন্টারনেট সংযোগ ও একটি কম্পিউটর।
- বেসিক ইংরেজি জানা থাকলে ভালো।
বিঃদ্রঃ আমরা মোবাইলে এই কোর্সটি করাই না, তাই শুধুমাত্র যারা কম্পিউটর, ল্যাপটপ নিয়ে ক্লাস করতে পারবেন তারা এই কোর্সে ভর্তি হতে পারবেন।
কোর্স শেষে ইনকামের উপায় –
- ঘরে বসে অনলাইনের মাধ্যমে আয় করতে পারবেন।
- বিভিন্ন কোম্পানিতে, এজেন্সিতে ডিজিটাল মার্কেটার হিসেবে ইনকাম করতে পারবেন।
- এছাড়াও, বিভিন্ন অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বিদেশি বায়ারের সাথে কাজ করতে পারবেন।
Reviews
There are no reviews yet.